বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

বাগেরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত 

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আরও পাঁচ যাত্রী। 

শনিবার (১৩ জুলাই) খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি শেখ নুরুজ্জামান চানু বলেন, রাজিব নামের একটি যাত্রীবাহী বাস ফলতিতা নামকস্থানে থামিয়ে যাত্রী নামাচ্ছিল। 

এ সময়ে বিপরীত থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবহী বাস সজোরে ধাক্কা দেয়। দোলা বাসটি নিজেই খাদে পড়ে যায়। এ সময় দুই বাসের ৬ যাত্রী গুরতর আহত হয়। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের এক যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান ওসি।

টিএইচ